শারীরিক অসুস্থতার কারণে ঢাবি শিক্ষার্থী সুমন চাকমার মৃত্যু, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার
![]()
নিউজ ডেস্ক
শারীরিক অসুস্থতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ২২তম ব্যাচের ছাত্র সুমন চাকমার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সুমন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার দাতকুপ্যা আগালাশিং পাড়ার সুপেন চাকমার ছেলে।
এদিকে আগে থেকেই শারীরিক অসুস্থ সুমন চাকমার মৃত্যুর ঘটনায় স্বার্থান্বেষী একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুমন চাকমা এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইতিপূর্বে তিনি ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। সাম্প্রতিক সময়ে গত ১৮ মার্চ তিনি খাগড়াছড়ির নিজ বাড়িতে আসেন, আজ তার মৃত্যু ঘটে। যেহেতু তিনি আগেই অসুস্থ ছিলেন, তাই বর্তমান মহামারি করোনা ভাইরাসের কারণে তার মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
সুমন চাকমা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষা ও গবেষণা অনুষদের ২২তম ব্যাচের ছাত্র সুমন জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সুমনের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার আলম বলেছেন, ‘বন্ধু সুমন অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। সে সম্প্রতি ভারত থেকে চিকিৎসাও নিয়ে এসেছিল।
তবে সুমন চাকমার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে বা চিকিৎসা না পেয়ে সুমন চাকমার মৃত্যু হয়েছে এই ধরনের সংবাদ সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।
জানা গেছে, ঢাবিতে অধ্যয়নরত অবস্থায় বছর দুয়েক আগে তিনি ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হন। এরপর তাকে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।