করোনার সংক্রমণ রোধে খাগড়াছড়ির তেতুলতলায় লকডাউন করেছে এলাকাবাসী - Southeast Asia Journal

করোনার সংক্রমণ রোধে খাগড়াছড়ির তেতুলতলায় লকডাউন করেছে এলাকাবাসী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমন রোধ, সামাজিক দূরত্ব নিশ্চিত ও করোনা প্রতিরোধসহ প্রধানমন্ত্রীর ৩১ দফা অনুসরণ করে খাগড়াছড়ি জেলা শহরের তেঁতুলতলা এলাকাকে লকডাউন করেছে এলাকাবাসী।

৬ এপ্রিল সোমবার ঐ এলাকায় বহিরাগত প্রবেশ ঠেকাতে লকডাউন করা হয়। এ সময় স্থানীয়দের প্রবেশকালে জীবাণুনাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিসহ বহিরাগতদের উক্ত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ সময় কোন অপরিচিতদের এলাকায় প্রবেশ না করতে অনুরোধ জানিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা ও সংক্রামন বন্ধ না হওয়া পর্যন্ত সরকারের নির্দেশনা অনুসারে লকডাউন থাকবে বলে জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে জনসচেতনতার মাধ্যমে স্থানীয়দের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ ও করোনা প্রতিরোধে সাধারণ জনগণের পাশে থাকার কথা জানান তারা।