রাঙ্গামাটিতে কর্মহীনদের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
করোনাভাইরাসের কারণে রাঙ্গামাটিতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আর এসব দুঃস্থ, অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকালে শহরের পৌরসভা এলাকার রসুলপুর, সৈয়দনগর, কাঠালতলী, শফি কলোনী ট্রাবেল আদামসহ বিভিন্ন এলাকার কর্মহীন চাকমা, মারমা, বাঙালীসহ ২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, এড. পারভেজ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক, অর্থ সম্পাদক মোঃ সোলায়মান, নাগরিক পরিষদ নেতা কাজী মো. জালোয়া, মাসুদ পারভেজ, স্টিয়ারিং কমিটির সদস্য মো. হাবিব আজম, ছাত্র নেতা নাজিম আল হাসান, নুরুল আলম প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, ত্রাণ দেওয়া চলমান থাকবে, আগামী ৫দিন ব্যাপী শহরে ও বিভিন্ন উপজেলায় কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে বিতরণ চলবে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য জেলার পাহাড়ি ও বাঙালিদের অধিকার রক্ষার জন্য কাজ করে। এই দুর্যোগের পাহাড়ি ও বাঙালিদের পাশে থাকবে এবং আছে। এমনকি দুর্যোগ মোকাবিলায় সরকারের সাথে আর্ত-মানবতার সেবায় এক সাথে কাজ করে যাবে বলে তারা জানান।