সাজেকে হাম আক্রান্তদের টিকা দিতে ফের হেলিকপ্টারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী - Southeast Asia Journal

সাজেকে হাম আক্রান্তদের টিকা দিতে ফের হেলিকপ্টারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ফেব্রুয়ারি থেকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে হামে আক্রান্ত হয়ে অন্তত ৯জন নিহত ও শতাধিক আক্রান্তের ঘটনায় সেনাবাহিনী ও বিজিবি কর্তৃক মেডিকেল টিম প্রেরণ, পুষ্টিকর খাবার বিতরণ ও সর্বশেষ হেলিকপ্টার যোগে আক্রান্ত ৫ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা দেওয়ার পর এবার আক্রান্ত এলাকায় শিশুদের হামের টিকা দেবার জন্য ফের হেলিক্প্টার সুবিধা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক ১২ টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় একটি হেলিকপ্টারে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম পাঠানো হয় দূর্গম সাজেকের শিয়ালদহ ও বেতলিং এলাকায়। ঐএলাকার মোট ১৭ টি পাড়াতে এই টিকা দান কার্যক্রম চলবে। জানা গেছে ১ থেকে ১৫ বছরের সব শিশুকেই টিকা দেওয়া হবে। এ পর্যায়ে মোট ৯৬৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।

এসব দুর্গম এলাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা যেমন নাজুক তেমনি চিকিৎসা সহায়তা পৌঁছানো আরো কঠিন। তাই সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে স্বাস্থ্য কর্মীরা যেমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেমনি সাধারণ এলাকাবাসীও মেডিকেল টিম ও সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাধারণ এলাকাবাসী ও শিশুদের অভিভাবকরা মনে করেন, বরাবরের মতো ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তাদের সকল দূর্যোগে পাশে থাকবে।