রাঙামাটির জুরাছড়িতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় হেমন্ত চাকমা নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা। গত শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত হেমন্ত চাকমা উপজেলার ২নং ওয়ার্ড বনজোগীছড়ার ইউপি সদস্য।
সূত্র মতে, নিহত হেমন্ত চাকমা রাতে নিজ এলাকায় কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় একদল মুখোশ পরিহিত উপজাতি সশস্ত্র সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাই বলেন, লাশ উদ্ধারে জন্য ঘটনাস্থলে যাচ্ছেন পুলিশ। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।