রাঙামাটিতে ব্যক্তি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন অলি আহম্মদ
![]()
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে রাঙামাটিতে স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তি উদ্যোগে অলিগলি ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশক স্প্রে করছে এক যুবক। মোঃ অলি আহম্মদ নামের ঐ যুবক অবসরপ্রাপ্ত বিজিবি সৈনিকের পুত্র ও বিজিবির টাওয়ার ম্যান বলে জানা গেছে। স্প্রে মেশিন নিয়ে সকাল সন্ধ্যা এলাকার মানুষকে সচেতন করা ও জীবাণুনাশক স্প্রে করাই এখন তার নিত্য দিনের কাজ।
জানা যায়, অলি আহম্মদ এর পিতাঃ মৃত মোঃ ইসমাইল হোসেন তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি’তে কর্মরত ছিলেন। ১৯৯৯ সালে তিনি ইন্তেকাল করেন। দুই সন্তানের জনক অলি আহম্মদ বিজিবি রোড সংলগ্ন কর্মচারী কলোনীতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তিনি বিজিবির টাওয়ার ম্যান হিসেবে কাজ করেন। তিনি সর্বদা বিনা পারিশ্রমিকে কেউ মারা গেলে ওয়াজ মাহফিলের মাইকিং করে থাকেন।
২৬শে মার্চ সরকারের অঘোষিত লকডাউনের পর বাসায় বসে না থেকে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে মানুষের কাছ থেকে একটি স্প্রে মেশিন সংগ্রহ করেন। তা দিয়ে তিনি ১৬ দিন যাবত দেওয়ান পাড়া, সিলেটি পাড়া, ওমদা মিয়া হিল ও কর্মচারী কলোনী এলাকায় সকাল বিকাল নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক পানি স্প্রে করে যাচ্ছেন।
এবিষয়ে অলি আহম্মদ জানান, সরকার লকডাউন ঘোষনা করার পর যেহেতু কাজ কর্ম সব বন্ধ হয়ে গেছে। তাই আমি আমার ও আশপাশের এলাকার মানুষদের সচেতন করতে ও জীবাণুমুক্ত রাখতে এই জীবাণুনাশক পানি স্প্রে করার কাজটি শুরু করি। আমার নিজের স্প্রে মেশিন নেই তাই এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে একটি স্প্রে মেশিন ব্যবস্থা করে আমি ১৬ দিন যাবত এই কাজটি করে যাচ্ছি। স্প্রে মেশিনের মালিক আমার কাছে তার স্প্রে মেশিন টি ফেরত চাচ্ছে, হয়ত আমার এই কাজ একটি স্প্রে মেশিনের জন্য বন্ধ করে দিতে হবে।