রাঙামাটির রাজস্থলিতে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৪
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে আগুন লেগে তা বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাইলটঃ বিডি-৯০৭৫ স্কোয়াডন লিডার আদনান, কো-পাইলটঃ বিডি-৯৭৯৮ ফ্লাইট লেঃ সাহেদ, ক্র- সার্জেন্ট মোঃ রিয়াদ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সাইদুর রহমান আহত হয়েছেন। ১২ এপ্রিল রোববার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বলিপাড়া সেনা ক্যাম্প, ৪১ বিজিবির ঘাঁটি বিজিবি ক্যাম্প এবং প্যারাছড়া বিজিবি ক্যাম্পে রেশন পৌঁছানোর জন্য বিএএফ জহুরুল হক ঘাঁটি, চট্টগ্রাম হতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র হেলিপ্যাডে আগমন করেন এবং বলিপাড়া আর্মি ক্যাম্পে রেশন নিয়ে যাওয়ার পথে বলিপাড়া হেলিপ্যাডে ল্যান্ড করার সময় হেলিকপ্টারে আগুন লেগে দুর্ঘটনায় পতিত হয়। এসময় হেলিকপ্টারটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।