বাঘাইছড়ির সাজেকে বিষপানে যুবকের আত্নহত্যা - Southeast Asia Journal

বাঘাইছড়ির সাজেকে বিষপানে যুবকের আত্নহত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম লংকর এলাকায় পারিবারিক কলহের জেরে সুমিয় ত্রিপুরা (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত যুবক সাজেক ইউনিয়ন লংকর গ্রামের নরেন্দ্র ত্রিপুরার ছেলে বলে জানিয়েছে সাজেক ইউপি সদস্য জুইপ্পুইথাং ত্রিপুরা।

২৪ এপ্রিল শুক্রবার ভোরে নিজ ঘরে বিষ পানে আত্মহত্যা করে উক্ত যুবক।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থল সাজেক থানার অন্তর্গত বিধায় বিষয়টি তদারকিতে সাজেক থানা কাজ করছে বলে জানান।

You may have missed