বান্দরবানের আলীকদমে জুম ক্ষেতের আগুনে ৩ বসতবাড়ি পুড়ে ছাই - Southeast Asia Journal

বান্দরবানের আলীকদমে জুম ক্ষেতের আগুনে ৩ বসতবাড়ি পুড়ে ছাই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় পাহাড়ী জুমের ক্ষেতে দেয়া আগুনে তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার আলীকদম উপজেলার কুরুকপাতা বাজার পার্শ্ববর্তী পাড়ায় সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। কুরুকপাতা বাজারের পাশে জুমের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

এসময় আগুন লাগার খবর পেয়ে আলীকদম জোনের সেনা সদস্যরা এবং স্থানীয় শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- উমি মার্মানী, পিতা- মৃত উপসি মার্মা, মিমাদু মার্মা, স্বামি- উপসি মার্মা, উমাপ্রু মার্মা, পিতা মং মার্মা।

স্থানীয় ব্যবসায়ী যোহন ত্রিপুরা মাস্টার বলেন, বুধবার বিকেলে কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেপিও ম্রো তাঁর জুমে আগুন দেয়। বৃহস্পতিবার সকালে জুমে আগুন লাগান সেয়ান্দ্র ত্রিপুরা। সকালের দেওয়া আগুনে এ তিনটি বাড়ি পুড়েছে বলে ধারণা করছেন তারা। আবার কেউ কেউ বলেন, দু’টি জুমের যেকোন একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।