বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীর ফাঁকা গুলি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের অন্ধকারে এলোপাতাড়ি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির খবর পাওয়া গেছে।
২৫শে এপ্রিল শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার নবরত্ন বনবিহারের পিছনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘাইছড়ি ইউনিয়নের নবরত্ন বনবিহারের পিছনে অজ্ঞাত সন্ত্রাসীরা ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ধারনা করছি আধিপত্য বিস্তারের লক্ষে পাহাড়ের কোন একটি আঞ্চলিক দল গুলিবিনিময় করেছে। পুলিশ ও বিজিবির মোবাইল টীম তৎপর রয়েছে ভয়ের কোন কারণ নেই।