খাগড়াছড়িতে ত্রিপুরা পাড়াগুলোতে ডিজিটাল লেনদেনের লক্ষ্যে বিনামূল্যে বিকাশ একাউন্ট খুলে দিচ্ছে টিএসএফ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ত্রিপুরা পাড়াগুলোতে ডিজিটাল লেনদেনের লক্ষ্যে বিনামূল্যে বিকাশ একাউন্ট খুলে দিচ্ছে টিএসএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম বিভিন্ন এলাকায় পাহাড়ীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও ডিজিটাল সেবা পেতে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে বিকাশ একাউন্ট খুলে দিচ্ছে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)।

গত ২৫ এপ্রিল শনিবার সকাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া এলাকায় গিয়ে ত্রিপুরাদের স্ব-স্ব মোবাইল নম্বরে বিনামূল্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বিকাশ আইডি খুলে দেওয়া হয়।

টিএসএফ জানায়, এতে করে উপকৃত হবেন দুর্গম পাহাড়ের মানুষ। যার মাধ্যমে সহজে লেনদেন করতে পারবে। নেতৃবৃন্দ জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকারে ধারন করতে পারে ভেবে, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) পরিবার এমন উদ্যোগ গ্রহণ করেছে। যাতে করে দুর্গম পাহাড়ের মানুষ করোনা প্রাদুর্ভাবের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের ঘরে অবস্থান করে সরকারী, বেসরকারী ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগীতা সহজে গ্রহণ করতে পারে।