করোনা পরিস্থিতি ও রমজানে রাঙামাটির হাট-বাজারে ভ্রাম্যমান আদালত, ২১ হাজার টাকা জরিমানা
 
                 
নিউজ ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন ও রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দামের অসঙ্গতিসহ নানা অপরাধে ১১ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটির রির্জাভ বাজার, বনরুপা এবং তবলছড়ি বাজারে অভিযান চালিয়ে রমজানে ভোক্তা অধিকার আইনে দ্রব্যমুল্যের দাম থেকে অধিক দাম রাখায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আরিফুল ইসলাম, সকিনা আক্তার এবং বোরহান উদ্দীন মিটুর নেতৃত্বে চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, ‘করোনা ভাইরাসের সময় এই পবিত্র মাহে রমজানে যে সকল অসাধু কিছু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে এমন অভিযোগে আমরা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছি এবং আজ আমরা এখানকার চার ব্যবসায়ী থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। অভিযান অব্যাহত থাকার কথাও জানান তারা।’
অন্যদিকে জেলার বাঘাইছড়িতে ত্রুটিপূর্ণ মূল্য তালিকার জন্য উপজেলার ৭ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট। সকাল ১০টায় উপজেলা মসজিদ মার্কেট ও চৌমুহনী সদর বাজারের ৭ দোকানিকে ত্রুটিপূর্ণ মূল্যতালিকায় অসংগতি থাকায় ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে প্রসিকিউশন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এ সময় অনেক দোকানিকে সতর্ক করা হয়েছে।
অভিযানে বাঘাইছড়ি থানার এসআই মোঃ রানা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ছালমা আক্তার, আনসার কমান্ডার আবুল বাশার উপস্থিত ছিলেন।
