রাঙামাটি জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে হিল ফ্লাওয়ার সংস্থার অনুদান প্রদান
![]()
নিউজ ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক গঠিত ত্রাণ তহবিলে নগদ চল্লিশ হাজার টাকা অনুদান প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা হিল ফ্লাওয়ার।
২৬ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের হাতে নগদ অর্থ তুলে দেন সংস্থাটির কর্মসূচি পরিচালক জ্যোতি বিকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন, হিল ফ্লাওয়ারের আর্থিক ব্যবস্থাপক সনজিৎতঞ্চঙ্গ্যা, প্রকল্প সমন্বয়কারী জেনিফার অজান্ত তঞ্চঙ্গ্যা, সাংবাদিক সুপ্রিয় চাকমাসহ জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা।
জেলা প্রশাসক মামুনুর রশিদ এসময় করোনা মোকাবেলায় হিল ফ্লাওয়ারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের দানকৃত অনুদান করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় অনেক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবিষয়ে জ্যোতি বিকাশ চাকমা জানান, করোনা ভাইরাসের কারণে অনেকে সংকটময় দিন কাটাচ্ছে। রাঙ্গামাটির বিভিন্ন জায়গাতে অনেকে ভালোভাবে খেতে পারছে না। প্রশাসনের মাধ্যমে গরিব অসহায় পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে হিল ফ্লাওয়ার এ উদ্যোগ নিয়েছে।