স্থানীয় বিরোধের জের: চট্টগ্রামের রাউজানে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা
![]()
নিউজ ডেস্ক
জমি নিয়ে পূর্ব বিরোধ ও স্থানীয় বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে বিতান বড়ুয়া (৪০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। নিহত বিতান বড়ুয়া (৪০) বড়ুয়া পাড়ার বাসিন্দা। তিনি হালদা নদীতে মাছের ডিম সংগ্রহের পাশাপাশি হ্যাচারি ব্যবসা করতেন। বিতান রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ। এছাড়া বড়ুয়া পাড়ার একটি মন্দির কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
গত ২৬শে এপ্রিল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অংকুরি ঘোনা বড়ুয়া পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত বলেন, স্থানীয় রাহুল বড়ুয়া ও তুফান বড়ুয়ার সঙ্গে বিতানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। “কিছুদিন আগেও রাহুলের বাড়িতে সীমানা দেওয়াল ওঠানো নিয়ে তাদের সাথে বিতানের সমস্যা হয়েছিল। এছাড়াও সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাহুলের সাথে বিতানের সম্পর্ক ভাল যাচ্ছিল না।” এর জেরে এ খুন ঘটনা ঘটতে পারে ধারণা করে পুলিশ কর্মকর্তা কেফায়েত বলেন, “স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকালে অংকুরি ঘোনায় এসে সামনে থেকে বিতানকে গুলি করে ওই দুইজন। ঘটনাস্থলেই সে মারা যায়।” ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা এবং রিভলভারের চারটি তাজা গুলি উদ্ধার করা হলেও খুনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।