করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর - Southeast Asia Journal

করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯ জনেরর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রয়েছেন বলে জানা গেছে ।

শনিবার (৬ জুন) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের নমুনা বান্দরবান থেকে পাঠানো হয়, শনিবার উনার রিপোর্ট পজেটিভ আসে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় আজ করোনা পজিটিভ ৯ জন। তার মধ্যে সদর উপজেলায় ৫ জন। এদের মধ্যে একজন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, অন্যজন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মচারি। রুমা উপজেলার সুনসং পাড়া ও মেনদুই পাড়ার ৩ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১জন রয়েছে। মোট আক্রান্ত ৪৬ জনের মধ্যে ১৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক সব দিক দিয়ে পার্বত্যমন্ত্রী সুস্থ আছেন, তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন।