তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অক্সিজেন সিলিন্ডার বিতরণ
 
নিউজ ডেস্ক
চলমান প্রানঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলা এবং পার্বত্য অঞ্চলের হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান বাড়াতে তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের হাতে ১৫টি করে মোট ৪৫টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
রবিবার (২১জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসার হাতে রাঙামাটি জেলার ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী, বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য তিন জেলায় দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এতে তিন জেলার করোনা ভাইরাস রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে অতি জরুরি ‘হাইফ্লো-অক্সিজেন কেনোলার’ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর এইসব কথা মাথায় রেখে প্রয়োজনীয় আইসোলেশন সেন্টারগুলোতে বিরাজমান অক্সিজেন সংকট নিরসনে এই সব অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা ভাইরাস রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে কাপ্তাই উপজেলার কয়েকজন কৃষকের মাঝে চাষাবাদের জন্য একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়।
