নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - Southeast Asia Journal

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাহ জামে মসজিদে মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ সেপ্টেম্বর শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আরোগ্য কামনা করেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশের পাশাপাশি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ আরও ২৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। বেশিরভাগের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে বলেও জানান তিনি।

এছাড়া চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ ১২ জন মারা গেছেন। সকালে হাসপাতালের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরও জানান, বাকিরাও রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।