কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২ - Southeast Asia Journal

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। এ ঘটনায় আরো অন্তত দশজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন থেকে। এর আগেও দুই গ্রুপের মধ্যে ছোট-বড় বেশ কয়েকবার ঘটনা হয়েছে। কুতুপালং ক্যাম্পের আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

You may have missed