জেএসএস (এমএন লারমা)’র রাঙামাটি জেলা সভাপতি রাজেন্দ্র লাল চাকমার মৃত্যু, দলীয় শোক প্রকাশ - Southeast Asia Journal

জেএসএস (এমএন লারমা)’র রাঙামাটি জেলা সভাপতি রাজেন্দ্র লাল চাকমার মৃত্যু, দলীয় শোক প্রকাশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর রাঙামাটি জেলা শাখার সভাপতি রাজেন্দ্র লাল চাকমা (৬৮) আর নেই। তিনি জেলার বাঘাইছড়ি উপজেলার মৃত রেবতি কুমার চাকমা ও নঙোবি চাকমার বড় ছেলে। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগে তিনি আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৫টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তৎকালীন প্রত্যাগত শান্তিবাহিনীর সক্রিয় সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) প্রতিষ্ঠাকালীন সদস্য রাজেন্দ্র লাল চাকমা শান্তিবাহিনীতে থাকাকালে যুস পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০১৯ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ৪র্থ জেলা সম্মেলনে তিনি সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির সভাপতির পদ লাভ করেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর রাঙামাটি জেলা শাখার সভাপতি রাজেন্দ্র লাল চাকমার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির নেতারা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা সাক্ষরিত শোকবার্তায় নেতারা রাজেন্দ্র লাল চাকমার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।