সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ১০
 
                 
নিউজ ডেস্ক
সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেলো একই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের। এছাড়া পঞ্চগড়, সাভার ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিলেট থেকে সাভারের আশুলিয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। যাত্রী একই পরিবারের ১৩ জন। মাঝপথে একবার গাড়ি নষ্ট হওয়ায় কিছুক্ষণ বিরতিও নেন তারা। রাত ১২টার দিকে নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনাকবলিতদের বাঁচাতে আশপাশ থেকে ছুটে আসেন অনেকে। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি থেকে বের করতে থাকেন একজনের পর একজনকে। দুর্ঘটনায় সময় ঘটনাস্থলেই এক নারী ও শিশুর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ৩ জন।
আহত ৯ জনের মধ্যে ৪ নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায় নি। তবে পুলিশ বলছে, ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় এর চালক। হতাহতদের সবার বাড়ি আশুলিয়ার জিরাব এলাকায়।
এছাড়া পঞ্চগড়, সাভার ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টর ও থ্রি-হুইলারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার রনচন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাংলাবান্ধা থেকে থ্রি হুইলারটি ভজনপুর বাজারের উদ্দেশ্য যাওয়ার সময় রনচন্ডী এলাকার দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুজনের।
এদিকে, রাতে সাভারের বাসস্ট্যান্ড এলাকায় রড বোঝাই একটি ট্রাক গর্তে পড়ে মারা যায় ট্রাক চালক। আহত অবস্থায় চিকিৎসাধীন চালকের সহকারী। এছাড়া, সকালে সাভারের আশুলিয়া ও নাটোর সদরে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় দুজনের মৃত্যু হয়েছে।
