রাজশাহীতে করোনায় আরো ১০ জনের মৃত্যু - Southeast Asia Journal

রাজশাহীতে করোনায় আরো ১০ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে সংক্রমণের ঊর্দ্ধগতির কারণে শঙ্কটাপন্ন রোগীদের জন্য চাহিদা বেড়েছে আইসিইউ শয্যার। নির্ধারিত সবগুলো আইসিইউ শয্যায় রোগী ভর্তি থাকায় নতুন রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। আর এতেই রামেকে আইসিইউ-এর জন্য চলছে হাহাকার।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সর্বোচ্চ পরিমাণ আইসিইউ থাকার পরও পরিস্থিতি বেসামাল হয়েছে সংক্রমণ ঊর্দ্ধমুখীর কারণে। একটি হাসপাতালে মোট শয্যার এক থেকে দুই শতাংশ আইসিইউ রাখার নিয়ম থাকলেও, রাজশাহী মেডিকেলে রয়েছে সাড়ে ছয় শতাংশ, তারপরও চলছে হাহাকার।

এই হাসপাতালে মোট ৩০টি আইসিইউ এর মধ্যে ২০টি করোনা রোগীদের জন্য নির্ধারিত। তারপরও সামাল দেয়া যচ্ছেনা পরিস্থিতি। এখনও অপেক্ষমাণ তালিকায় রয়েছেন অর্ধশতাধিক রোগী।

এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সর্বোচ্চ সংখ্যক আইসিইউ বরাদ্দ দেয়া হয়েছে করোনা ইউনিটকে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে আর কোন আইসিইউ স্থাপনের সুযোগ নেই।

রাজশাহীতে ১৪ দিনের লকডাউন চললেও করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও করোনা চিকিৎসার বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের।

গত ২১ মে রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে মারা যায় দুইজন। ৪ জুন সর্বোচ্চ ১৬ এবং ১৬ জুন সে সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। আর গত ২৮ দিনে এই হাসাপাতালে মৃত্যু হয় ২৩৪ রোগীর। চিকিৎসকরা বলছেন, করোনার বিভিন্ন ধরনে আক্রান্তের পাশাপাশি সময়মতো চিকিৎসা না নেয়ায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।

করোনার ধরন পাল্টে যাওয়ায় তুলনামূলক শঙ্কাটাপন্ন রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা না গেলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।