শুধুমাত্র এপ্রিলেই টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৭! - Southeast Asia Journal

শুধুমাত্র এপ্রিলেই টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৭!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে শুধুমাত্র এপ্রিল মাসে আড়াই লাখের বেশি মাদক, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ১৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট শাহেদ মাহতাব জানান, উপজেলার বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে ও অভিযান চালিয়ে দুই লাখ ২৬ হাজার ৪৭০টি ইয়াবা, ৪৩ হাজার লিটার চোলাই মদ, একটি দেশীয় অস্ত্র, তিনটি গুলি, মাদক বিক্রির ২৫ হাজার পাঁচশ টাকা ও একটি বাস উদ্ধার করা হয়েছে। এ সময় সাত রোহিঙ্গাসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে।

লেফটেন্যান্ট শাহেদ মাহতাব আরো বলেন, মাদক নির্মূল করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান বন্ধ করতে রোহিঙ্গা ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।

You may have missed