রাঙ্গামাটিতে জেএসএস (সন্তু) কর্তৃক ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগ
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র বিরুদ্ধে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে।
প্রান্ত ঘোষ (২৫) নামের অপহৃত ছাত্রলীগ নেতা উপজেলার রাইখালী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
জানা গেছে, ২রা মে বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত একটি ফোন কল আসে প্রান্ত’র কাছে, এরপর বাড়ি থেকে বেড়িয়ে গেলেও সন্ধ্যা অবদি বাড়ি না ফেরায় তার মোবাইল নম্বরে কল করে তার মা ফোনের ওপাশ থেকে উপজাতি যুবকদের বাকবিতন্ডতার আওয়াজ শুনতে পান, এরপর কল কেটে গেলে তার মা বেশ কয়েকবার কল করেও আর প্রান্ত’র মোবাইলে সংযোগ পাননি।
পরদিন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে অভিযোগ করতে গেলে রাস্তায় তাকে কয়েকজন অজ্ঞাত উপজাতি যুবক অনুসরণ করে বলে জানান প্রান্ত’র মা। এছাড়া থানায় গিয়ে ওসির দেখা না পেয়ে তিনি অভিযোগও করতে পারেন নি।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিমন এ ঘটনায় জেএসএস (সন্তু) কে দায়ী করে অবিলম্বে প্রান্ত’র মুক্তির দাবি জানান।
চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, এর আগেও গত ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি প্রান্তকে অপহরণ করে নিয়ে যায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা। সেসময় সেখান থেকে পালিয়ে রক্ষা পান প্রান্ত।