নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং সংগঠনটির সহযোগী সংগঠনের আংশিক কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গনে সম্মেলনেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোঃ মজিবর রহমান।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সহ সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিমসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সর্বসম্মতিক্রমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়।