সাজেকে ভালুকের কামড়ে আহত শিশু, সেনা সহায়তায় নেয়া হচ্ছে সিএমএইচ’এ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থানাধীন দূর্গম পাহাড়ি এলাকায় ভালুকের কামড়ে গুরুতর আহত হয়েছে পনবিকাশ ত্রিপুরা নামে একটি শিশু।
১০ মে শুক্রবার সাজেকের নিওথাংনাং পাড়ার অলিনদ্র ত্রিপুরার ছেলে পনবিকাশ ত্রিপুরা পাহাড়ে হঠাৎ ভালুকের আক্রমনের শিকার হয়। এসময় ভালুকটি তাকে কামড়ে ক্ষতবিক্ষত করে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে নিয়ে এসেছে তার আত্নীয়রা।
দূর্গম পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গুরুতর আহত এই ছেলেটিকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের আজ সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হবে জানা গেছে।