বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বালি নিতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা, ফাঁড়ী ইনচার্জ আহত - Southeast Asia Journal

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বালি নিতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা, ফাঁড়ী ইনচার্জ আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম কাগজিখোলা এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের পর নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা করেছে দস্যুরা। এ সময় তাদের হামলায় মনিরুল নামের এক পুলিশ ফাড়ি ইনচার্জ আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে।

ইউএনও’র অভিযানের পর বালি দস্যুরা পুনরায় বালি উত্তোলন ও পাচার করতে থাকলে স্থানীয় লোকজন কাগজিখোলা পুলিশ ফাড়িঁকে অবহিত করে। ১১ মে শনিবার বিকেলে কাগজিখোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বালি দস্যুদের একটি মিনি ট্রাক থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়ি চালক পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এতে ইন্সপেক্টর মনিরুল আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কাগজিখোলা পুলিশ দায়িত্ব পালনকালীন সময়ে দুষ্কৃতিকারীরা পুলিশের উপর গাড়ি চাপায় দেয়। এই ঘটনায় কাগজিখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুল ইসলামের কোমরে ও বাম পায়ে আঘাত পেয়ে আহত হয়।

You may have missed