অবশেষে খাগড়াছড়ি পাসপোর্ট অফিস ও জেলা পরিষদে দুদকের অভিযান - Southeast Asia Journal

অবশেষে খাগড়াছড়ি পাসপোর্ট অফিস ও জেলা পরিষদে দুদকের অভিযান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

অবশেষে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)র একটি দল। তবে অভিযানে কাঙ্খিত রাঘব-বোয়ালদের ধরতে পারেনি দুদক টিম।

জানা গেছে, নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি ও দালাল চক্রকে সনাক্ত করার জন্য মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি দুদক কার্যলয়ের উপ-পরিচারক মোঃ নাছির উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে একটি দল।

এসময় খাগড়াছড়ি পাসপোর্ট অফিসের পরিচ্ছন্ন কর্মী ও পানছড়ি উপজেলার মৃতঃ রুমেন ত্রিপুরার ছেলে সুরেস ত্রিপুরা (২৪)কে ৩ গ্রাহকের কাছ থেকে টাকা আদায়ের সময় ৭ হাজার টাকাসহ হাতে-নাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। আটককৃত ব্যক্তি দালাল চক্রের সাথে জড়িত থাকায় তাকে আজকের মধ্যেই তিন পার্বত্য জেলা ব্যতীত অন্য জেলায় বদলীর আদেশ প্রদান করেন দুদক কর্মকর্তা। তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে কোন রাঘব-বোয়ালদের (অসাধু কর্মকর্তা) ধরতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এর আগে সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেরও অভিযান চালায় দলটি। সেসময় খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজার অফিসে কোন কাজের আগেই একটি প্রকল্পে ২০ লাখ টাকা উত্তোলনেরে প্রমান মিলে। এসময় ৭দিনের মধ্যে উক্ত কাজটি শেষ করার নির্দেশ দেয় ‍দুদক।

এবিষয়ে জানতে চাইলে,খাগড়াছড়ি পাসপোর্ট অফিসের আঞ্চলিক উপ-সহকারী পরিচালক শওকত কামাল বলেন, তদন্ত করে কেউ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।