ভারতের মনিপুরে ফের সহিংসতা, আহত ১৬ - Southeast Asia Journal

ভারতের মনিপুরে ফের সহিংসতা, আহত ১৬

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে রাজ্যে দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২ জুন) রাত ও শনিবার (৩ জুন) ভোরে ইম্ফল পশ্চিম জেলার ফায়েং এবং কাংচুপ চিংখং গ্রামে ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার লেফটেন্যান্ট জেনারেল (অব.) নিশিকান্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অত্যাধুনিক অস্ত্রসহ সন্দেহভাজন কুকি বিচ্ছিন্নতাবাদীরা এই আক্রমণ চালিয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের পাহাড়ে হটিয়ে দিতে সক্ষম হন।

এর আগে শুক্রবার দুপুরে ইম্ফল পূর্ব জেলার আন্দ্রো থানার কাছে ইয়াইরিপোক এনগারিয়ানে উত্তেজিত জনতা খ্রিস্টান সম্প্রদায়ের ডন বসকো প্রশিক্ষণকেন্দ্রে আগুন ধরিয়ে দেয়।

ক্যাথলিক মিশন দ্বারা পরিচালিত এই প্রশিক্ষণকেন্দ্রের সঙ্গে যুক্ত ফাদার জোসেফের দাবি, সম্পত্তিটি নিরাপত্তা বাহিনীর জন্য ব্যবহার করা হবে এমন গুজব ছড়ানো হয়। পরে প্রায় তিন হাজার লোক প্রতিষ্ঠানটিতে হামলা চালায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সপ্তাহেই চার দিন মণিপুরে ছিলেন। সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে তিনি শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিলেন। বিচার বিভাগীয় তদন্ত থেকে শান্তি কমিটি গঠন বা অস্ত্র প্রত্যর্পণের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি সব পক্ষকে অন্তত ১৫ দিনের জন্য শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন।

সরকারি হিসাবে, এক মাসের বেশি সময় ধরে চলা সহিংসতায় ১০৮ জন প্রাণ হারিয়েছেন। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, ১১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হবে। এ ছাড়া প্রায় ৩০০ গির্জা পুরোপুরি বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

You may have missed