সীমান্তে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে ৫ কোটি ২৯ লাখ টাকার ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ধামনখালি পোস্ট মাস্টারের কাটি নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় এই মাদক উদ্ধার করা হয়। প্যাকেট ভর্তি অবস্থায় থাকা বার্মিজ এই মাদক পরিমাণ হল ১ কেজি ৫৮ গ্রাম। যার মূল্য আনুমানিক ৫ কোটি ২৯ লাখ টাকা। উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়। এ নিয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।