তানজানিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ১৫৫

তানজানিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ১৫৫

তানজানিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ১৫৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তানজানিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত ২৩৬ জন। দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) পার্লামেন্টে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন যে ‘এল নিনো জলবায়ুর ধরণ’ চলমান বর্ষা মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে। যার ফলে বন্যা ও ভূমিধস হচ্ছে। এ সময় পূর্ব আফ্রিকা জুড়ে তীব্র বর্ষণ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মাজালিওয়া বলেন,‘ এল নিনোর কারণে প্রবল বৃষ্টি, সঙ্গে প্রচণ্ড বাতাস, বন্যা এবং ভূমিধস দেশের বিভিন্ন শহরে আঘাত হেনেছে’।

সংসদে মাজালিওয়া এই প্রলঙ্করী বৃষ্টির প্রভাবের জন্য প্রাথমিকভাবে পরিবেশগত যে অবনতি হয়েছে তাকে দায়ী করেন। বলেন, ক্রমাগত বন উজাড়, টেকসই নয় এমন কৃষি পদ্ধতি যেমন ‘স্ল্যাশ অ্যান্ড বার্ন’ এবং অনিয়ন্ত্রিত পশুচারণও পরিবেশগত এই বিপর্যয়ের জন্য দায়ী।

তানজানিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ১৫৫

বন্যায় ২ লাখেরও বেশি মানুষ এবং ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বন্যা কবলিত মানুষদের উদ্ধার করছে।

এর আগে ১৪ এপ্রিল সরকার জানিয়েছিল যে চলতি মাসের শুরু থেকে বৃষ্টি ও বন্যায় শিশুসহ মোট ৫৮ জন নিহত হয়েছে।

এল নিনো হল প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি জলবায়ু প্যাটার্ন যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা এবং ভারী বৃষ্টিপাত ঘটায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।