দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে নিরাপত্তা প্রদান করছে ৪৩ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের সর্বমোট ১০টি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গত ৮ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।

এছাড়াও, শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে পূজা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য রামগড় বিজিবি কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধি করে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আসছে।

এপ্রেক্ষিতে, রামগড় জোন (৪৩ বিজিবি)দায়িত্বপূর্ণ এলাকার সকল পূজামন্ডপসমূহের সভাপতি/সদস্যদের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।
এব্যাপারে রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, শারদীয় দূর্গাপূজা-২০২৪ উৎসব উদযাপন উপলক্ষে কোন ধরণের অনাকাঙিক্ষত ঘটনা যেন না ঘটে সেজন্য রামগড় জোনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও আইন-শৃঙ্খলা নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

এছাড়াও, তিনি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের জন্য আহ্বান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।