সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত এ সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। তিনি পাহাড়ি অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুল হাসান, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের সামাজিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অবৈধ অর্থ ও বালু উত্তোলন বন্ধ, পাহাড় কাটা রোধ, অবৈধ কাঠ পাচার, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, মানবাধিকার লঙ্ঘন বন্ধ, সন্ত্রাস দমন এবং শিক্ষার উন্নয়ন।
বক্তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। সভার মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সিন্ধুকছড়ি জোনের এই মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পার্বত্য এলাকার নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।