রাঙামাটিতে পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে জেলা পরিষদের অনুমোদন লাগবে

রাঙামাটিতে পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে জেলা পরিষদের অনুমোদন লাগবে

রাঙামাটিতে পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে জেলা পরিষদের অনুমোদন লাগবে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার সাজেকসহ অন্যান্য এলাকায় পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২৪ মার্চ) তার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (সংশোধনীসহ) অনুযায়ী স্থানীয় পর্যটন কার্যক্রম পরিচালনা জেলা পরিষদের দায়িত্বের অন্তর্ভুক্ত। তবে সম্প্রতি সাজেকসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন ও পর্যটন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। যা আইন লঙ্ঘন করছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে অগ্নিদুর্ঘটনাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে, যা নিয়ে মন্ত্রণালয়ও উদ্বেগ প্রকাশ করেছে।

এই প্রেক্ষাপটে, রাঙামাটি পার্বত্য জেলার মধ্যে কোনো পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করতে হলে জেলা পরিষদের অনুমোদন নিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা কার্যকরে সংশ্লিষ্ট সকল বিভাগ, দপ্তর ও সংস্থাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৯ মার্চ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে ২৪ ফেব্রুয়ারির সাজেক অগ্নিকাণ্ডের কারণ, প্রতিকার এবং পাহাড়ি অঞ্চলের পর্যটন ও পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা পরিষদকে একটি প্রবিধান প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এরপরই জেলা পরিষদের পক্ষ থেকে এ আদেশ জারি করা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।