আলীকদমে দুঃস্থ শিক্ষার্থী ও জনগণের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) আজ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা ও দুঃস্থ জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।
সকালে জোন সদরে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলীকদম সেনা জোনের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে খাবার বিল, চিকিৎসা ব্যয় এবং তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে সর্বমোট দুই লক্ষ আটাশি হাজার ছিয়াশি টাকা অনুদান প্রদান করা হয়।

এই সহায়তার আওতায় গরীব ও দুঃস্থ পরিবারগুলোও অন্তর্ভুক্ত ছিল।
সেনা জোন সূত্রে জানা গেছে, শুধু এই মাস নয়, প্রতিমাসেই অনুরূপভাবে এসব প্রতিষ্ঠান ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী।
এছাড়াও আলীকদম জোনের আওতাধীন প্রতিটি ক্যাম্পে নিয়মিত আর্থিক সহায়তা, উন্নয়ন প্রকল্প এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকছে না; তারা পার্বত্য অঞ্চলের জনজীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকা পালন করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
