রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কোটা বৈষম্য নিয়ে সমালোচনা
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙ্গালি শিক্ষার্থীদের প্রতি দীর্ঘদিন ধরে চলা বৈষম্য তুলে ধরে ‘সমতা ভিত্তিক কোটাব্যবস্থা’ দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আজ কলেজ গেইট এলাকার একটি ক্লাবে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
পিসিসিপির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ শাখার নেতা আশরাফুল ইসলাম, বরকল উপজেলার সহ-সভাপতি মইনুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “একই পার্বত্য অঞ্চলে বসবাস করলেও বাঙ্গালি জনগোষ্ঠী কোটা সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষা, চাকরি, সামাজিক মর্যাদায় চরমভাবে পিছিয়ে পড়ছে।”
তারা অভিযোগ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যেও কেবলমাত্র ২-৩টি গোষ্ঠী কোটা সুবিধা পাচ্ছে, যা জাতিগত বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। এতে দেশের একটি বিশাল জনগোষ্ঠী সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
অনুষ্ঠান শেষে শতাধিক এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের কোটাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে বাঙ্গালি সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
