দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম রেজাউর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চন্দ্র চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা এবং বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

এছাড়াও স্থানীয় হেডম্যান, কারবারি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকের কুফল এবং তরুণ সমাজে এর ছড়িয়ে পড়া রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”

উল্লেখ্য, সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৭ বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।