জাতীয় ভলিবলে চ্যাম্পিয়ন নৌবাহিনী দলকে নৌপ্রধানের অভিনন্দন ও দিকনির্দেশনা
![]()
নিউজ ডেস্ক
৩০তম জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ নৌবাহিনী ভলিবল দলের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সদর দপ্তরে আয়োজিত এই সাক্ষাতে তিনি চ্যাম্পিয়ন দলকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর সুনাম ধরে রাখার আহ্বান জানান।

নৌপ্রধান বলেন, “ভলিবল দলের এই অর্জন শুধুমাত্র নৌবাহিনীর গৌরবই নয়, এটি পুরো দেশের জন্য সম্মানের। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও দেশের পতাকা উঁচু করে ধরার প্রত্যয়ে তোমাদের এগিয়ে যেতে হবে।”
এবারের জাতীয় ভলিবল প্রতিযোগিতায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে ৩-১ সেটে পরাজিত করে নৌবাহিনী দীর্ঘ ১৮ বছর পর এই শিরোপা জয় করে। খেলোয়াড়দের প্রতিভা, পরিশ্রম ও দলীয় সমন্বয়ের ফলেই এই সাফল্য এসেছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, দেশের ক্রীড়াঙ্গনে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নৌবাহিনীর এই সাফল্য ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।