বাস্কেটবলে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান বাহিনীর অনূর্ধ্ব-২৩ দল

বাস্কেটবলে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান বাহিনীর অনূর্ধ্ব-২৩ দল

বাস্কেটবলে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান বাহিনীর অনূর্ধ্ব-২৩ দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

৩x৩ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২৫ টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অনূর্ধ্ব-২৩ বাস্কেটবল দল।

গত ৪ ও ৫ জুলাই ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় বিমান বাহিনী দল প্রথমে শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে ফাইনালে উঠে। এরপর চূড়ান্ত খেলায় বিকেএসপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

এই টুর্নামেন্টে বিমান বাহিনীর নারী বাস্কেটবল দলও প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করে এবং তৃতীয় স্থান লাভ করে।

উল্লেখ্য, ১২টি দল অংশগ্রহণকারী এই ৩x৩ বাস্কেটবল টুর্নামেন্ট দেশের যুব খেলোয়াড়দের জন্য অন্যতম প্রতিযোগিতামূলক আয়োজন হিসেবে বিবেচিত।

প্রসঙ্গত, পেশাদার দক্ষতা ও শারীরিক সক্ষমতার পাশাপাশি বিমান বাহিনী সদস্যদের ক্রীড়া নৈপুণ্যও দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।