বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
![]()
নিউজ ডেস্ক
বগুড়ার সেউজগাড়ি এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনী পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীসহ পাঁচজন সক্রিয় অপরাধী।
অঅজ বুধবার বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ রায়হান আকাশ-এর নেতৃত্বে একটি সেনা টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে পাঁচজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১টি দেশীয় অস্ত্র, একটি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ খালি ফেন্সিডিলের বোতল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সকল মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ায় বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও গোয়েন্দাভিত্তিক অভিযানের ফলে এলাকাজুড়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটছে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর অবস্থান গড়ে উঠছে। সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর এই কার্যক্রম ঘিরে ব্যাপক সন্তুষ্টি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে।
প্রসঙ্গত: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর সম্পৃক্ততা শুধুমাত্র সামরিক পরিসরে সীমাবদ্ধ না থেকে সামাজিক অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।