সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’।

আজ আনসার-ভিডিপি একাডেমি, সফিপুরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ শেষে মহাপরিচালক দেশ, জাতি ও বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল (অপারেশন্স), মো. রফিকুল ইসলাম (প্রশিক্ষণ), ও মোহাম্মদ নুরুল আবছার (ডেপুটি কমান্ড্যান্ট, একাডেমি)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বৃক্ষরোপণ অভিযান দেশের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। বাহিনী প্রধানের নির্দেশনায় আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী আনসার-ভিডিপির তত্ত্বাবধানে চলবে এই অভিযান।

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার জন্য কাজ করছে।

এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির জন্যও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। সবুজায়নের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে বাহিনীটি।

প্রসঙ্গত, আনসার ও ভিডিপির উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৫” শুধু একটি পরিবেশগত কর্মসূচি নয়, এটি একটি সময়োপযোগী ও জনমুখী সামাজিক আন্দোলন—যা আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।