বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধন

বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধন

বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ডিজিটাল সিমুলেটর”।

রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ অবস্থিত স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস কর্তৃক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই সিমুলেটরের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সিমুলেটর বিমান বাহিনীর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের এক যুগান্তকারী সাফল্য। তিনি এ সময় সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও কর্মক্ষমতা সম্পর্কে অবহিত হন এবং একটি লাইভ ডেমোনস্ট্রেশনও প্রত্যক্ষ করেন।

নতুন এই ডিজিটাল সিমুলেটর এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষভাবে নির্মিত। এটি শুধু প্রশিক্ষণের মানোন্নয়নেই নয়, বরং দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য, বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটর দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় উচ্চ প্রযুক্তির প্রয়োগ ও নিজস্ব সক্ষমতা গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।