ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভৈরব শহরের পৌর মাতৃসদনে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বিনামূল্যে পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু, মেডিসিন ও গাইনি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

ওই ক্যাম্পেইনে ৬শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় আরও ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এই মেডিকেল কম্পেইন পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের উর্ধতন সেনা কর্মকর্তা, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন, পৌর সচিব মো: ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে আজকে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার সঙ্গে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় সেনাবাহিনী ও পৌরসভাসহ সকলের সম্মেলিত প্রচেষ্টায় গরীব ও অসহায় মানুষদের জন্য এই আয়োজন করা হয়। আগামীতেও এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।