মানিকছড়ির মাদরাসাছাত্র সোহেল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন

মানিকছড়ির মাদরাসাছাত্র সোহেল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন

মানিকছড়ির মাদরাসাছাত্র সোহেল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অপহরণের পর নির্মমভাবে হত্যার শিকার মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের শাপলা চত্বরে নিহত সোহেলের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি খাগড়াছড়ি আদালত চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে নিহত সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিম, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন, পাড়া কার্বারী অংসাজাই মারমা, আব্রে মারমা, ছাত্রনেতা মো. সাকিবসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা বক্তব্য রাখেন।

বক্তারা সোহেল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “একটি নিরীহ শিশুকে অপহরণ করে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা মানবতা ও সভ্যতার জন্য লজ্জার। আমরা দ্রুততম সময়ে দোষীদের ফাঁসি দাবি করছি।”

উল্লেখ্য, গত ৪ জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে ৭ম শ্রেণির ছাত্র মো. সোহেল অপহৃত হয়। নিখোঁজের ১২ দিন পর ১৬ জুলাই দূর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে যৌথবাহিনী।

পরবর্তীতে ১১ জুলাই সোহেলের পরিবারের দায়ের করা অপহরণ মামলায় অভিযানে নামে যৌথবাহিনী। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মংসানু মারমা (৩৫)সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন এজাহারভুক্ত আসামি।

বক্তারা এই জঘন্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের বর্বরতা করার সাহস না পায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।