ভোলায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা

ভোলায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা

ভোলায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা- ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প।

সোমবার (২৮ জুলাই) চাঁদপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব (বিএন) এর নেতৃত্বে ৫ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পটি পরিচালনা করেন। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে চিকিৎসা ক্যাম্পটি তত্ত্বাবধানে ছিলেন তজুমদ্দিন নৌ-কমান্ডের লেফটেন্যান্ট আবিদুল ইসলামসহ অন্যান্য নৌ কর্মকর্তাগন।

সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্ম, শিশু ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের সেবা প্রদান করেন। রোগীদের আগমনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, “অনেক দিন হার্টের সমস্যা নিয়ে ভুগছি, টাকার কারণে ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে। এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সুযোগ।”

আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, “জ্বর-কাশি, হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব যত্ন করে দেখেছে, ওষুধও দিয়েছে। খুব ভালো লাগছে।”

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজান বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এক নৌ কর্মকর্তা জানান, “সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলবে।”

উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী সারাদেশে নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তজুমদ্দিনের এই আয়োজন তারই অংশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।