লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামতে সহযোগিতা করবে সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
লালমনিরহাটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অস্থায়ী বাঁধ ও সড়কসমূহ মেরামতে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সেনাবাহিনীর প্রকৌশলীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পরিকল্পনা নেবেন।”
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় বন্যা পরিস্থিতির সার্বিক দিক পর্যবেক্ষণ করেন। তার সফরকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
এদিকে, তিস্তা নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত, বহু ফসলি জমি ও মাছের ঘের নষ্ট হয়ে গেছে। হাজারো পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি ছিল ৫২.৬ মিটার, যা বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। অথচ রোববার সকালে এ পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে উঠেছিল।
এ প্রসঙ্গে পাউবোর নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার জানান, “তিস্তার পানি কিছুটা কমলেও এখনো নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। আগামী দুই-তিন দিন পরিস্থিতি এমনই থাকতে পারে।”
প্রসঙ্গত, রংপুর এরিয়ার অধীনে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণের জন্য বড় একটি ভরসা হিসেবে কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
