বান্দরবানের থানচিতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৪ জন

বান্দরবানের থানচিতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৪ জন

বান্দরবানের থানচিতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৪ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ক্যাচুপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উদ্যোগে আজ বুধবার এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের মেডিকেল টিম এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে।

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ক্যাচুপাড়া এলাকার ৮৪ জন স্থানীয় বাসিন্দা—এর মধ্যে ১০ জন পুরুষ, ৬২ জন নারী এবং ১২ জন শিশু—বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন গরীব ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠী।

বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা এখনও সীমিত। এ প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বলিপাড়া ব্যাটালিয়ন নিয়মিতভাবে এসব প্রত্যন্ত অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

উল্লেখ্য, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ইতিপূর্বেও বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণসহ নানা ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।