খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯২ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯২ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯২ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

গতকাল রাতের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৭০ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম আধহাম জানান, জব্দ করা কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।