খাগড়াছড়ির পানছড়িতে মন্দির সংস্কারে সেনাবাহিনীর সহায়তা, গ্রামবাসীর কৃতজ্ঞতা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের সংস্কারে এগিয়ে এসেছে সেনাবাহিনী। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি সাবজোন ক্যাম্প কর্তৃক শনিবার দুপুরে মন্দির কমিটির হাতে ডেউ টিন তুলে দেওয়া হয়, যা স্থানীয়দের কাছে আনন্দ ও স্বস্তি বয়ে এনেছে।
উল্টাছড়ি ইউনিয়নের পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পানছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম মন্দির কমিটির সভাপতি শিবু ত্রিপুরা (৪০) ও পুরোহিত প্রেমজয় ত্রিপুরা (৪২)-এর হাতে ২ বান (২০ পিস) ডেউ টিন তুলে দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির সদস্য এবং গ্রামবাসীসহ প্রায় ৩০–৩৫ জন উপস্থিত ছিলেন।
মন্দির সংস্কারের এ উদ্যোগে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনীর এই আন্তরিক সহযোগিতা শুধু মন্দির সংস্কারেই নয়, সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তাই নয়, মানুষের কল্যাণে অকৃত্রিম বন্ধু হিসেবে সবসময় পাশে থাকে।
উল্লেখ্য, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যা স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।