পরিবেশের ভারসাম্য রক্ষায় খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষায় খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষায় খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশের ভারসাম্য রক্ষায় নানাবিধ পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি মো. সুমন আহমেদ, নাগরিক পরিষদের সদর উপজেলা আহ্বায়ক মো. জসিম উদ্দিন বাবু, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সদর উপজেলা সভাপতি মো. রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় খাগড়াছড়িবাসীর সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed