বাঘাইছড়িতে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ির মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরি মোড়ে অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে টহল দল এ অভিযানে অংশ নেয় এবং পরিত্যক্ত অবস্থায় ৯৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

মারিশ্যা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ কাঠ পাচারের অভিযোগ রয়েছে। বিজিবির নিয়মিত অভিযানে এসব অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।